Skip navigation (access key S)

Access Keys:

আমার সাইট ভিজিট গোপন রাখুন

এখুনি কারুর সাথে কথা বলতে চান?

  • বিনীমূল্য, গোপনীয় আইন সংক্রান্ত পরামর্শ প্রাপ্ত করুন

    08001 225 6653এ কল করুন
  • সোমবার থেকে শুক্রবার, সকাল 9 টা থেকে বিকেল 8:00
  • শনিবার, সকাল 9টা থেকে দুফুর 12.30 পর্যন্ত
  • প্রতি মিনিট/4পী’র দর থেকে কল করুন - কিংবা এমন ব্যবস্থা করুন যাতে আমরা আপনাকে ফেরত ফোন করতে পারি

আপনার এলাকাতে একটি আইন সংক্রান্ত পরামর্শদাতা কে খুঁজুন

22. আমার চাকুরিদাতা আমার বেতন থেকে টাকা কেটে নিচ্ছেন। আমার কী কী অধিকার আছে?

আপনার চাকুরিদাতা যদি আপনার বেতন থেকে টাকা কেটে নেন তাহলে আপনি কী করতে পারেন সে সম্বন্ধে জেনে নিন।

আপনার চাকুরিদাতা আপনার বেতন থেকে টাকা কেটে নিতে পারেন শুধুমাত্র তখনই যদি আপনি তার জন্য লিখিত সম্মতি দিয়ে থাকেন, অথবা তাদের আইন অনুসারে টাকা কেটে নেবার অধিকার থাকে, অথবা আপনার চাকুরির চুক্তির কোনো সংজ্ঞায় যদি তার উল্লেখ থাকে। এটা হতে পারে, যেমন, চাইল্ড মেন্টেনান্স, অথবা কোনো ঋণ শোধ করার ব্যাপারে, অথবা কোনো সরকারী দেনার ক্ষেত্রে, যেমন কাউন্সিল ট্যাক্স।

আপনার যদি মনে হয় যে আপনার চাকুরিদাতা আপনার বেতন থেকে বেআইনি ভাবে টাকা কেটে নিচ্ছেন, তাহলে আপনি এই বিষয়টি তাদের কাছে এবং/ অথবা এমপ্লয়মেন্ট ট্রাইবিউনালের (Employment Tribunal) কাছে নিয়ে যেতে পারেন।

আগে আপনার চাকুরিদাতাকে জিজ্ঞাসা করে দেখুন কেন তারা আপনার বেতন থেকে টাকা কেটে নিচ্ছেন। আপনি যদি তাদের উত্তরে খুশি না হন তাহলে তাদের লিখিতভাবে অনুরোধ করুন যেন তারা যে টাকা কেটে নিয়েছেন তা যেন সাত দিনের মধ্যে ফেরত দেন। আপনার চিঠিতে তাদের এই কথাও লিখে জানান উচিত যে আপনি যদি টাকা ফেরত না পান তাহলে আপনি আপনার বিষয়টি এমপ্লয়মেন্ট ট্রাইবিউনালের কাছে নিয়ে যাবেন। আপনার চিঠিটা রেকর্ডেড ডেলিভারিতে পাঠাবেন এবং তার একটি কপি আপনার কাছে রাখবেন।

আপনার চাকুরিদাতা যদি টাকা ফেরত না দেন তাহলে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইবিউনালের কাছে ক্ষতিপূরণ দাবি (বা ক্লেম) করতে পারেন- আপনার সবচেয়ে কাছের এমপ্লয়মেন্ট ট্রাইবিউনাল অফিসে যোগাযোগ করুন এবং তাদের কাছে একটি ক্লেম ফর্ম (Claim Form) চেয়ে নিন। আপনার সবচেয়ে কাছের এমপ্লয়মেন্ট ট্রাইবিউনাল অফিস কোথায় তা জানবার জন্য এমপ্লয়মেন্ট ট্রাইবিউনাল এনকোয়ারি লাইনে (Employment Tribunal Enquiry Line) 0845 795 9775 নাম্বারে ফোন করতে পারেন।

যে তারিখ থেকে আপনি মনে করছেন যে আপনার চাকুরিদাতা আপনার বেতন থেকে বেআইনি ভাবে টাকা কেটে নিচ্ছেন, তার তিন মাসের মধ্যে আপনি এই ক্লেম বা দাবি করতে পারবেন। এর অর্থ হচ্ছে, ধরা যাক, আপনার বেতন যদি 1 অগাস্ট 2009-তে পাওয়ার কথা থেকে থাকে, তাহলে আপনাকে কোনো ট্রাইবিউনালের কাছে 31 অক্টোবারের মধ্যে দরখাস্ত করতে হবে।

আপনার বেতন থেকে টাকা কেটে নেওয়ার ব্যাপারে, অথবা আপনার চাকুরী সংক্রান্ত অন্য কোনো বিষয়ের মোকাবিলা করতে যদি আপনি সাহায্য চান, তাহলে আমাদের চাকুরী সংক্রান্ত পরামর্শদাতা বা এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার-দের থেকে এই ব্যাপারে বিশেষ পরামর্শ পাবার জন্য 08001 225 6653 নাম্বারে ফোন করুন৷ আপনি টেলিফোনে বিশেষ পরামর্শ শুধুমাত্র তখনই পাবেন যদি আপনি আইনি সাহায্য বা লিগাল এইড পাবার যোগ্য হন৷

উপরে ফেরত যান