Skip navigation (access key S)

Access Keys:

আমার সাইট ভিজিট গোপন রাখুন

এখুনি কারুর সাথে কথা বলতে চান?

  • বিনীমূল্য, গোপনীয় আইন সংক্রান্ত পরামর্শ প্রাপ্ত করুন

    08001 225 6653এ কল করুন
  • সোমবার থেকে শুক্রবার, সকাল 9 টা থেকে বিকেল 8:00
  • শনিবার, সকাল 9টা থেকে দুফুর 12.30 পর্যন্ত
  • প্রতি মিনিট/4পী’র দর থেকে কল করুন - কিংবা এমন ব্যবস্থা করুন যাতে আমরা আপনাকে ফেরত ফোন করতে পারি

আপনার এলাকাতে একটি আইন সংক্রান্ত পরামর্শদাতা কে খুঁজুন

40. সৌশল সার্ভিসেস যদি আমার পরিবার সম্বন্ধে চিন্তিত হয় তাহলে তারা কী করতে পারে?

প্রত্যেকটি লোকাল অথরিটিরই একটি সৌশল সার্ভিসেস বিভাগ থাকে এবং সেই এলাকার যেসব বাচ্চাদের ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে সেইসব বাচ্চাদের সুরক্ষিত রাখা তাদের দায়িত্বের মধ্যে পড়ে|

কোনো সৌশল সার্ভিসেস বিভাগকে যদি জানানো হয় যে কোনো বাচ্চার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে তাহলে তারা বিষয়টিকে অনুসন্ধান করতে বাধ্য থাকবে| এই তথ্য আসতে পারে বিভিন্ন সূত্র থেকে, যেমন পুলিশ, স্কুল, হাসপাতাল বা সাধারণ জনগণের কাছ থেকে|

সৌশল সার্ভিসেস বিভাগগুলিকে পরিবারগুলির সাথেও কাজ করতে হবে যাতে তারা একসাথে থাকতে পারেন, যদি সেই ব্যবস্থাটি বাচ্চার পক্ষে সবচেয়ে উপযোগী হয়| সৌশল সার্ভিসেস যখন আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে পড়ে তখন আপনার আশংকিত ও ভীত হওয়া স্বাভাবিক, কিন্তু একথা মনে রাখা দরকার যে সৌশল সার্ভিসেস বাচ্চাদের তাদের পরিবারের থেকে পৃথক করার চেষ্টা করছে না; সুতরাং সৌশল সার্ভিসেস যদি আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে পড়ে তখন আপনার উচিত তাদের সাথে যথাসম্ভব ভালভাবে কাজ করার জন্য চেষ্টা করা|

একজন সৌশল ওয়ার্কার বা কর্মী আপনার বাড়িতে এসে পরিবারের সাথে কথা বলবেন| এর ফল বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তার মধ্যে থাকতে পারে:

  • ভবিষ্যতে তাদের আর কোনোভাবে যুক্ত না হওয়া
  • একটি সাহায্যের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া
  • পরিবারের জন্য একজন সৌশল ওয়ার্কারের ব্যবস্থা করা, যাতে সময়ের সাথে পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা সেই ব্যপারে তারা নজর রাখতে পারেন|

যদি পরিস্থিতির উন্নতি না ঘটে, অথবা অবনতি ঘটে, তাহলে এই ঘটনার সাথে সংযুক্ত সব পেশাদার কর্মীরা বাচ্চাদের সুরক্ষিত থাকার বিষয়টি নিয়ে তথ্য আদানপ্রদান করবেন| তারা সিদ্ধান্ত নেবেন বাচ্চাদের চাইল্ড প্রোটেকশান রেজিস্টার বা শিশু সুরক্ষা পদ্ধতির অন্তর্ভুক্ত করা হবে কিনা, এবং তাদের সুরক্ষিত রাখার জন্য এবং পরিবারটির পরিস্থিতির উন্নতি ঘটাবার জন্য একটি কর্মপ্রক্রিয়া তৈরী করা হবে কিনা।

যদি বাচ্চার ক্ষতি হবার প্রবল সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একটি পুলিশ প্রোটেকশান অর্ডার জারি করার মাধ্যমে অথবা সোশাল সার্ভিসেসের দ্বারা, একটি ইমার্জেন্সি প্রোটেকশান অর্ডারেত মাধ্যমে এই কাজ করা হতে পারে। এই অর্ডার অনুযায়ী বাচ্চাদের একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে, হয়ত পরিবারের অন্য কোনো সদস্যের বাড়িতে, অথবা যদি অন্য কেউ না থাকেন, তাহলে একটি পালনকারী ব্যক্তির বাড়িতে বা ফস্টার হোমে। এমন ব্যবস্থা তখনই করা হবে যদি দেখা যায় যে বাচ্চাটির অল্প সময়ের মধ্যেই প্রবল ক্ষতি হবার সম্ভাবনা আছে।

উপরে ফেরত যান